শনিবার ২৩ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৯ মার্চ ২০২৪ ১৩ : ৫৩Riya Patra
নীলাঞ্জনা সান্যাল: স্কুলে ক্লাস নিতে–নিতে মোবাইল ঘাঁটাঘাঁটি করতে পারবেন না শিক্ষক–শিক্ষিকারা। ফের নির্দেশিকা জারি করে জানাল স্কুল শিক্ষা দপ্তর। নির্দেশিকায় শিক্ষকদের ছুটি নেওয়ার ব্যাপারেও রয়েছে কড়াকড়ি। জেলা স্কুল পরিদর্শকের দপ্তর থেকে জারি করা হয়েছে এই নির্দেশিকা। ইতিমধ্যেই একাধিক স্কুলের প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠিয়ে এই কড়াকড়ির কথা জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে, গত ১৫ মার্চ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর জলপাইগুড়ির একটি স্কুলে ‘সারপ্রাইজ ভিজিট’–এর পরিপ্রেক্ষিতেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে: ১) স্কুলের কোনও শিক্ষক ক্লাসরুমে পড়াতে পড়াতে মোবাইল ব্যবহার করবেন না। কোনও শিক্ষক যে তা করছেন না, বিষয়টি সেই স্কুলের প্রধান শিক্ষককে নিশ্চিত করতে হবে।
২) প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া কোনও মাস্টারমশাই বা দিদিমণি কোনও ছুটি নিতে পারবেন না। যে–কোনও ধরনের ছুটি নেওয়ার আগে প্রধান শিক্ষকের অনুমতি বাধ্যতামূলক।
৩) স্কুল প্রাঙ্গণ যাতে পরিষ্কার–পরিচ্ছন্ন থাকে, সেই বিষয়টিও প্রধান শিক্ষক–শিক্ষিকাদের নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে পানীয় জলের জায়গা, শৌচাগার, মিড–ডে মিলের রান্নাঘর, খাওয়ার জায়গা, ক্লাসরুম–সহ গোটা স্কুলেই যাতে যথাযথ স্বাস্থ্যবিধি (হাইজিন) মেনে চলা হয়, সেটাও দেখতে বলা হয়েছে।
৪) স্কুল–সংক্রান্ত যাবতীয় এবং রোজকার তথ্য, স্কুল রেজিস্টার ‘আপ টু ডেট’ রাখতে বলা হয়েছে।
একাধিক স্কুলের প্রধান শিক্ষকদের বক্তব্য, শিক্ষকদের কতজন একসঙ্গে ছুটি নিতে পারবেন, সে–সম্পর্কে স্পষ্ট কোনও নিয়ম নেই। তবে ক্লাস যাতে কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেটা দেখেই সাধারণত ছুটি নেন শিক্ষকেরা। আর ক্লাসে পড়ানোর সময় মোবাইল ব্যবহার করা যাবে না, এই নির্দেশ ইতিমধ্যেই রয়েছে। প্রসঙ্গত, দপ্তর সূত্রে খবর, গত সপ্তাহে জলপাইগুড়ির ফণীন্দ্র দেব ইনস্টিটিউশনে আচমকাই পরিদর্শনে আসেন বিচারপতি বিশ্বজিৎ বসু। স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে, পরিকাঠামো কেমন ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন তিনি। স্কুলের ৪৫ জন শিক্ষকের মধ্যে সেই দিনই একসঙ্গে ১২ জন শিক্ষক অনুপস্থিত ছিলেন। একসঙ্গে এতজন শিক্ষক কেন ছুটিতে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। স্কুল–চত্বর ঘুরে দেখার সময় স্কুলের নর্দমায় মিড–ডে মিলের ভাত পড়ে থাকতে দেখেও উষ্মা প্রকাশ করেন। রিপোর্টও তলব করেন। এই ঘটনার পরই নতুন করে শিক্ষকদের ছুটি নেওয়া, মোবাইল ব্যবহার এবং স্কুল–চত্বর পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার ওপরে জোর দিয়ে এই নির্দেশিকা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে বিচারপতি বিশ্বজিৎ বসুর এই ‘সারপ্রাইজ ভিজিট’–এর পরই এবার কড়াকড়ি বাড়াল শিক্ষা দপ্তর। স্কুলগুলির জন্য জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে সেই কড়াকড়ির কথা জানিয়ে ইতিমধ্যেই একাধিক স্কুলের প্রধান শিক্ষকের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। একান্তই ছুটি নিতে হলে কী কারণে ছুটি নিচ্ছেন, সে–বিষয়েও যাবতীয় তথ্য ও কাগজপত্র জমা করতে হবে সংশ্লিষ্ট শিক্ষককে, তাও জানানো হয়েছে ওই নির্দেশিকায়।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বহরমপুরের বাজারে হানা টাস্কফোর্সের ...
পদ্ম শিবিরের হাতছাড়া হতে চলেছে মাদারিহাট, ঘাসফুলের জয় শুধু সময়ের অপেক্ষা...
দুই 'লাল' মিলেও লাল হল না নৈহাটি, সবুজ ঝড়ে উড়ে গেল লিবারেশন...
হাড়োয়া ও নৈহাটিতে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল, সবুজ আবিরে শাসকদলের উচ্ছ্বাস শুরু...
অশোকনগরে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেপ্তার প্রেমিক সহ তিন ...
'ছবি ছড়িয়ে দেওয়া হবে', প্রতিবাদ করায় জুটল মারধর, নাবালিকার পরিণতি শুনলে শিউরে উঠবেন...
কংশাল ছুৎমার্গ ছেড়ে নকশালদের সঙ্গে সিপিএমের জোট, মনে ধরল কি ভোটারদের? উত্তর মিলবে শনিবার...
সরকারি জমিতে লাইন দিয়ে তৈরি হয়েছে দোকানঘর, পঞ্চায়েত প্রধানকে শোকজ করলেন বিডিও...
অর্ডার দিয়েও দেখা নেই খাবারের, জানতে চাইলে দোকানদারের ঘুষিতেই মাথা ফাটল খরিদ্দারের...
হাত বাড়ালেন বিডিও, বিশেষভাবে সক্ষম মহিলাদের স্বনির্ভর করে তুলতে খুলে দেওয়া হল দোকান...
দাউদাউ করে জ্বলছে রিষড়া ওয়েলিংটন জুট মিল, ঘটনাস্থলে দমকল...
বাড়ির ছাদে হঠাৎ বিকট শব্দ! তড়িঘড়ি ছুটে গিয়ে মহিলা দেখলেন রক্তে ভাসছে ছাদ, তারপর যা হল.......
ব্যাগে রাখা টাকা না পেয়ে স্কুলেই পড়ুয়াদের পোশাক খুলিয়ে মার শিক্ষিকার...
শিশু সচেতনতায় চুঁচুড়া ট্রাফিক গার্ডের অভিনব উদ্যোগ...
দার্জিলিং থেকে যাচ্ছিলেন সান্দাকফু, পূরণ হল না শখ, মাঝরাস্তায় মৃত্যু কলকাতার পর্যটকের...