বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | ক্লাসরুমে শিক্ষকদের হাতে মোবাইলে মানা

Riya Patra | ১৯ মার্চ ২০২৪ ১৩ : ৫৩Riya Patra


নীলাঞ্জনা সান্যাল: স্কুলে ক্লাস নিতে–‌নিতে মোবাইল ঘাঁটাঘাঁটি করতে পারবেন না শিক্ষক–‌শিক্ষিকারা। ফের নির্দেশিকা জারি করে জানাল স্কুল শিক্ষা দপ্তর। নির্দেশিকায় শিক্ষকদের ছুটি নেওয়ার ব্যাপারেও রয়েছে কড়াকড়ি। জেলা স্কুল পরিদর্শকের দপ্তর থেকে জারি করা হয়েছে এই নির্দেশিকা। ইতিমধ্যেই একাধিক স্কুলের প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠিয়ে এই কড়াকড়ির কথা জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে, গত ১৫ মার্চ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর জলপাইগুড়ির একটি স্কুলে ‘‌সারপ্রাইজ ভিজিট’‌–‌এর পরিপ্রেক্ষিতেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে:‌ ১)‌‌ স্কুলের কোনও শিক্ষক ক্লাসরুমে পড়াতে পড়াতে মোবাইল ব্যবহার করবেন না। কোনও শিক্ষক যে তা করছেন না, বিষয়টি সেই স্কুলের প্রধান শিক্ষককে নিশ্চিত করতে হবে।
২)‌‌ প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া কোনও মাস্টারমশাই বা দিদিমণি কোনও ছুটি নিতে পারবেন না। যে–‌কোনও ধরনের ছুটি নেওয়ার আগে প্রধান শিক্ষকের অনুমতি বাধ্যতামূলক।
৩)‌‌ স্কুল প্রাঙ্গণ যাতে পরিষ্কার–পরিচ্ছন্ন থাকে, সেই বিষয়টিও প্রধান শিক্ষক–শিক্ষিকাদের নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে পানীয় জলের জায়গা, শৌচাগার, মিড–ডে‌ মিলের রান্নাঘর, খাওয়ার জায়গা, ক্লাসরুম–‌সহ গোটা স্কুলেই যাতে যথাযথ স্বাস্থ্যবিধি (‌‌হাইজিন)‌‌ মেনে চলা হয়, সেটাও দেখতে বলা হয়েছে। 
৪)‌‌ স্কুল–‌সংক্রান্ত যাবতীয় এবং রোজকার তথ্য, স্কুল রেজিস্টার ‘‌আপ টু ডেট’‌ রাখতে বলা হয়েছে। 
একাধিক স্কুলের প্রধান শিক্ষকদের বক্তব্য, শিক্ষকদের কতজন একসঙ্গে ছুটি নিতে পারবেন, সে–‌সম্পর্কে স্পষ্ট কোনও নিয়ম নেই। তবে ক্লাস যাতে কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেটা দেখেই সাধারণত ছুটি নেন শিক্ষকেরা। আর ক্লাসে পড়ানোর সময় মোবাইল ব্যবহার করা যাবে না, এই নির্দেশ ইতিমধ্যেই রয়েছে। প্রসঙ্গত, দপ্তর সূত্রে খবর, গত সপ্তাহে জলপাইগুড়ির ফণীন্দ্র দেব ইনস্টিটিউশনে আচমকাই পরিদর্শনে আসেন বিচারপতি বিশ্বজিৎ বসু। স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে, পরিকাঠামো কেমন ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন তিনি। স্কুলের ৪৫ জন শিক্ষকের মধ্যে সেই দিনই একসঙ্গে ১২ জন শিক্ষক অনুপস্থিত ছিলেন। একসঙ্গে এতজন শিক্ষক কেন ছুটিতে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। স্কুল–‌চত্বর ঘুরে দেখার সময় স্কুলের নর্দমায় মিড–‌ডে মিলের ভাত পড়ে থাকতে দেখেও উষ্মা প্রকাশ করেন। রিপোর্টও তলব করেন। এই ঘটনার পরই নতুন করে শিক্ষকদের ছুটি নেওয়া, মোবাইল ব্যবহার এবং স্কুল–‌চত্বর পরিষ্কার–‌পরিচ্ছন্ন রাখার ওপরে জোর দিয়ে এই নির্দেশিকা দেওয়া হয়েছে।‌‌
উল্লেখ্য, গত সপ্তাহে বিচারপতি বিশ্বজিৎ বসুর এই ‘‌সারপ্রাইজ ভিজিট’‌–‌এর পরই এবার কড়াকড়ি বাড়াল শিক্ষা দপ্তর। স্কুলগুলির জন্য জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে সেই কড়াকড়ির কথা জানিয়ে ইতিমধ্যেই একাধিক স্কুলের প্রধান শিক্ষকের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। একান্তই ছুটি নিতে হলে কী কারণে ছুটি নিচ্ছেন, সে–‌বিষয়েও যাবতীয় তথ্য ও কাগজপত্র জমা করতে হবে সংশ্লিষ্ট শিক্ষককে, তা‌ও জানানো হয়েছে ওই নির্দেশিকায়।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

তাপমাত্রার পতন, বাংলায় ভরপুর শীতের আমেজের সম্ভাবনা, কনকনে ঠান্ডা কি নভেম্বরেই? ...

'তামাক মুক্ত সমাজ চাই', সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের...

দীর্ঘ অপেক্ষার পর সাজো সাজো রব, ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা ...

দু’‌একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ছয় বিধানসভার উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট...

দু’‌একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ছয় বিধানসভার উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট...

পরিত্যক্ত গাড়িতে খেলতে গিয়ে ঘটে গেল বিপদ, আগুনে ঝলসে গেল চার শিশু...

যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, একযুগ পরে আবার বসল বন্ধু পাতানোর মেলা...

বাবা-মায়ের বিচ্ছেদ, মানসিক অবসাদে আত্মঘাতী মেয়ে ...

চুপিচুপি জড়ো হয়েছিল ডাকাতি করতে, হানা দিয়ে বড় সাফল্য পুরুলিয়ার পুলিশের...

'গরুর ডাক্তারের কাছে যান', রোগ সারাতে পরামর্শ চিকিৎসকের, সুপারের কাছে নালিশ রোগীর ...

বুধের সকালে রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, নজরে হাড়োয়া ও নৈহাটি...

অটো করে যাচ্ছিলেন যাত্রীরা, হঠাৎ সজোরে ধাক্কা লরির, মুর্শিদাবাদে ভয়াবহ পথ দুর্ঘটনা...

চন্দননগরে জগদ্ধাত্রী শোভাযাত্রা, সরাসরি সম্প্রচারিত হল অত্যাধুনিক আলোর খেলা...

রাখে হরি মারে কে, দুরন্ত গতিতে আসা ট্রেনের সামনে পড়েও অদ্ভুতভাবে রক্ষা বৃদ্ধের, কে বাঁচালেন জানেন?  ...

সুফল বাংলার স্টলে হানা দিয়ে পচা শাকসবজি সরিয়ে দিলেন মহকুমা শাসক...

ব্যাঙ্ক থেকে আপাতত আর টাকা তুলতে পারবেন না মুর্শিদাবাদের কয়েক হাজার পড়ুয়া, কী এমন ঘটল?...



সোশ্যাল মিডিয়া



03 24